• সাহিত্যে

    ‘বন্ধু’ কলমে: ববি

      প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২২ , ৪:৪২:১৬ প্রিন্ট সংস্করণ

    বন্ধু
    কলমে:কানিজ তানজিমা আক্তার ববি

    বন্ধু চাই!
    একজন বন্ধু চাই আমার।
    যার সাথে তুই থাকবে মিলেমিশে একাকার।
    একজন পবিত্র মনের বন্ধু চাই আমার।
    যার কাছে জীবনের পাওয়া না পাওয়ার হিসেবের খাতা মেলে ধরা যাবে অনায়াসে।
    যার কাছে জীবনের গল্প গুলো শোনার মতো সময় থাকবে।
    শুধু স্বার্থপরের মতো যে নিজের ব্যর্থতার মিথ্যে গল্প শুনাবে না।
    তারপর, নিজের স্বার্থ হাসিল করেই মুখ ফিরিয়ে নেবে না।
    দেখাবে না তার অহমিকায় ভরা জীবন ছবি।
    একজন ভালো বন্ধু চাই,যে অসময়ে বলবে,”এই মেয়ে পাঁচ মিনিটের মধ্যে বের হয়ে আয়।
    আজ নৌকায় ঘুরব নদীর বুকে।
    হঠাৎ হঠাৎ যে বলবে,আয় দোস্ত,আজ লং রুটে বাইক চড়ে ঘুরে আসি।
    একজন বন্ধু চাই,যে বলবে আজ তোর বাসায় তোর হাতের রান্না খাবো।
    যার সাথে মারামারি হবে,হবে খুনশুটি,
    কিন্তু নোংরা স্পর্শে যে ছোঁবে না শরীর।
    যার দৃষ্টিতে থাকবে ভায়ের মতো আদর আর বাবার মতো স্নেহ।
    হ্যাঁ,ঠিক এমন একটাই বন্ধু চাই আমার।

    কানিজ তানজিমা আক্তার ববি
    উপশহর রাজশাহী
    ১৫.০৯.২০২২

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ