• সাহিত্যে

    ‘আমি তাঁর কথা শরণ করছি’ কলমে-অনিক নন্দী

      প্রতিনিধি ১৪ জুলাই ২০২২ , ৯:৪৩:৫১ প্রিন্ট সংস্করণ

    আমি তাঁর কথা শরণ করছি
    কলমে-অনিক নন্দী

    আমি তাঁর কথা শরণ করছি –
    ১৯৪৩ সালে যিনি এসেছিলেন ভবে,
    একা তিনি কেঁদেছিলেন –
    হেসেছিলেন সবে।

    আমি তাঁর কথা শরণ করছি –
    যিনি ছিলেন মানব সেচ্ছাসেবক,
    উঠছে বেড়ে সাহসী তরুণ –
    ওসে ৩রা মার্চের ইশতেহার পাঠক।

    আমি তাঁর কথা শরণ করছি –
    যাঁহার ললাটে রাজটিকা, মুখে করুণ তেজ,
    দেশকে বাঁচাতে করেছে যুদ্ধ –
    শত্রুসেনা করেছে নিঃশেষ।

    আমি তাঁর কথা শরণ করছি –
    যিনি করেছে হিংসার দেয়াল চূর্ণ,
    যাকে ছাড়া স্বাধীন বাংলার-
    ইতিহাস নয়কো পরিপূর্ণ।

    আমি তাঁর কথা শরণ করছি –
    তিনি ছিলেন গরীব দুঃখীর অন্নদাতা,
    স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র-
    সংগ্রাম পরিষদ প্রতিষ্ঠাতা।

    আমি তাঁর কথা শরণ করছি –
    যিনি জ্বালিয়াছে শিক্ষার আলো-
    যাঁহার অবদানে কালিহাতি –
    বাসী শিক্ষা প্রতিষ্ঠান পেল।

    আমি তাঁর কথা শরণ করছি –
    যিনি ছিলেন ন্যায়ের আঁধার,
    শুক্লা নামে যোগ্য কণ্যা –
    জাতিকে দিয়াছে উপহার।

    আমি তাঁর কথা শরণ করছি –
    যাঁর কথা লিখলে থামেনা মোর কলম –
    সে-যে ছিলো মোদের দেহ প্রাণ –
    ধন্য করেছেন এই জনম।

    আমি তাঁর কথা শরণ করছি –
    যাঁর অবদান কখনো নয় ভুলার,
    যাকে মোরা পেয়েছিলেম হৃদে –
    মন প্রাণ করিয়া উজার।

    আমি তাঁর কথা শরণ করছি –
    যাঁর স্বপ্ন আজ পেয়েছে পূর্ণতা,
    জানাই তাঁকে সহস্র প্রণাম –
    সাথে গভীর শ্রদ্ধা।

    আমি তাঁর কথা শরণ করছি –
    যিনি হৃদয়ে করছে বিরাজ,
    ভালোবাসি তোমায় প্রিয় নেতা-
    জনাব. শাজাহান সিরাজ ।।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ