• সাহিত্যে

    ‘আবার যদি প্রেমে পড়ি’ লেখায়-তাজমা খাতুন

      প্রতিনিধি ১৮ জুন ২০২২ , ৬:৩৪:৪৭ প্রিন্ট সংস্করণ

    আবার যদি প্রেমে পড়ি
    লেখায়-তাজমা খাতুন

    আবার যদি প্রেমে পড়ি
    একটুও লজ্জা পাবোনা,
    সুদ আসলের হিসাব কষে
    ষোলআনা নিবো বুঝে
    একটু ও ছাড় দিবোনা।

    হয়ে যাবো আমি ষোড়শী
    পাগলামি তাই থাকবে বেশি,
    আলতু আদর আল্হাদী মন
    প্রেম করিবো মনের মতন
    একটুও ভয় পাবো না।

    লাল নীল ফিতায় আবার
    দুই বিনুনি বাঁধবো,
    কাঁচের চুরি দুহাত ভরে
    ঝুমুর ঝুমুর নাচবো।

    যা পারিনি মায়ের ভয়ে
    এবার তাহা করবো,
    এক জীবনে সকল আশা
    এবার পূর্ণ করবো।

    আবার যদি প্রেমে পড়ি
    লোকের ভয় করবো না,
    গলির মাথায় বড় ভাইয়ের
    পাহারা আর মানবো না।

    হয়ে যাবো দুষ্টু পরি
    নেচে গেয়ে ঘুরবো,
    মনের মতো বন্ধু নিয়ে
    লং ড্রাইভে যাবো।

    নেশার সকল উপকরণ
    একটু একটু খাবো,
    মনের সাথে মন মিলিয়ে
    পৃথিবীটা দেখবো।

    আবার যদি প্রেমে পড়ি
    ডানপিটে বন্ধুটিকে
    ইচ্ছে মতো ধোলাই দিয়ে
    মনের ঘরে বাঁধবো।

    মনের যতো অপূর্ণতা
    সকল রকম ভালোলাগা,
    নিজের মতো যতন করে
    সঙ্গোপনে রাখবো।

    কথা দিলাম বন্ধু তোমায়
    তোমার পাশে থাকবো,
    মনের মতোন করে জীবন
    নতুন করে গড়বো।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ