• সারাদেশ

    পটুয়াখালীর জহির মেহেরুন নার্সিং কলেজের ২৪ শিক্ষার্থী অসুস্থ,সদর হাসপাতালে ভর্তি

      প্রতিনিধি ৩০ মে ২০২৩ , ২:৪৯:৩৫ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ রিপন-স্টাফ রিপোর্টার:

    পটুয়াখালী শহরস্থ কলাতলা বাজার সংলগ্ন জহির মেহেরুন নার্সিং কলেজে অজানা গ্যাসে আতঙ্কে হয়ে ২৪ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাৎক্ষণিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ঐ শিক্ষার্থীরা। এ বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা। তবেবএ ব্যপারে কর্মরত চিকিৎসক বলছেন, শিক্ষার্থীরা মাস-হিস্টেরিয়া রোগে আক্রান্ত হয়েছে। গত রোববার (২৯ মে) সন্ধ্যার পরে হঠাৎ করেই একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন জহির মেহেরুন নাসিং কলেজেই।

    এর পরপরই আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ তাদের তাৎক্ষণিক পটুয়াখালী সদর হাসপাতালে ধ্রুত নিয়ে ভর্তি করেন।এসময় শিক্ষার্থীরা একে একে জানান, সন্ধ্যার পরই একজন ছাত্রী হোস্টেলের তৃতীয় তলায় গ্যাসের গন্ধ পেয়ে প্রথমে সে পরে অন্য শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়তে থাকেন।
    এরপর নিচে নামতে থাকলে গ্যাসের তীব্রতা আরও বাড়ে যায়। এতে একে একে ২৪ শিক্ষার্থী কলেজের ভিতরেই অসুস্থ হয়ে পড়েন। হোস্টেলের নিরাপত্তায় নেই কোনো সিসিটিভি ক্যামেরা বলে জানান কতৃপক্ষ।

    পটুয়াখালী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আফতাব উদ্দিন খান, শিক্ষার্থীরা মাস-হিস্টেরিয়া রোগে আক্রান্ত। এটা ভয়ের কোন কারণেও হতে পারে বলে ধারনা দেন তিনি। তবে অনেকে আবার সুস্থ হয়ে গেছেন। আশা করছি, ২৪ ঘণ্টার মধ্যে তারা সবাই সুস্থ হয়ে যাবেন আশাবাদী। জহির মেহেরুন নার্সিং কলেজের চেয়ারম্যান মেহেরুন সুলতানা বলেন, আমি গ্যাসের গন্ধ পেয়েছি। শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়তে দেখে দ্রুত পটুয়াখালী ২৫০ শর্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

    পটুয়াখালী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা জানান, গত রাতে জহির-মেহেরুন নার্সিং কলেজের ২৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এখনও পাঁচজন চিকিৎসাধীন। বাকিদের সকালে ছাড়পত্র দেওয়া হয়েছে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুর রহমান, তিনি বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    এদিকে জহির মেহেরুন নার্সিং কলেজে দফায় দফায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে থাকায় কলেজের শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে নানা উদ্বেগ। এর আগে যৌন হয়রানিসহ কয়েকটি অভিযোগে এ কলেজে শিক্ষার্থীরা কতৃপক্ষের বিরুদ্ধে দিয়েছে এবং বিক্ষোভ মিছিল সমাবেশ ও করেছেন নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ