• সাহিত্যে

    “মেঘলা আকাশ” কলমে-কানিজ তানজিমা ববি

      প্রতিনিধি ২৬ জুলাই ২০২২ , ৬:৩৬:০৬ প্রিন্ট সংস্করণ

    মেঘলা আকাশ
    কলমে-কানিজ তানজিমা ববি

    অদ্ভুত রহস্যময় অনুভূতি খেলে মেঘলা আকাশ।
    ঝিরঝির, টিপটিপ বৃষ্টির সাথে আছে মৃদু বাতাস।দখিনের জানালা খুলে,
    এলোমেলো বাতাসে খোলা চুল হাওয়ায় দুলে,
    শীতশীত করা মুগ্ধক্ষণে মন হারায় মেঘলা আকাশে।
    পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে,
    আমগাছ, কাঁঠাল গাছের ডালে টুনটুনি টা উড়েউড়ে,
    এডাল থেকে ওডালে, ভিন্ন অঙ্গভঙ্গিতে,
    কিযে গান শোনায় আমায়,বুঝিনা কোনো ভাবেই।
    মেঘেদের ভেসে চলা, বিছানায় শুয়ে দেখা,
    আন্দোলিত করে আমার মনের আকাশ!
    এলোপাথাড়ি ভাবি,কফির মগে চুমুক দিয়ে,
    এক পশলা বৃষ্টি ছুঁয়ে যায় শোবার ঘরে এসে।
    একি, অদ্ভুত রহস্যময় অনুভূতি নয় তবে?
    ঘড়ির কাঁটা এসে বলে চুপিসারে কানে কানে,
    বেলা যে বেড়ে যায় মেয়ে,এসো সংসারের কাজে।
    দখিনা বাতাস ছেড়ে,পুবের হাওয়া গায়ে লাগিয়ে,
    রান্না করো মেয়ে রান্না ঘরের পুবের জানালা খুলে।
    সংসার সুখের হয় রমণীর গুণে
    এই কথাটা আমার মেঘলা আকাশ ও জানে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ