• Uncategorized

    ক্ষণকাল ছেড়ে অনন্তকালে-লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৪ অক্টোবর ২০২০ , ৮:৩৫:৪২ প্রিন্ট সংস্করণ

    কবিতাঃ- ক্ষণকাল ছেড়ে অনন্তকালে
    লেখকঃ শিহাব আহম্মেদ

    ভাবছিলাম আমি বলবোনা তোমায় যাচ্ছি চলে…
    এই বিশ্ব ছেড়ে যোগ দিব ঐ তারকারাজির দলে!
    হাসিমুখে বেঁধে রাখিও স্মৃতি তব হৃদয়ের বেড়িতে,
    দেখা হয়তো হতেও পারে শেষে জান্নাতের সিড়িতে!

    জীবন আমার ঘুরছে যেন অসীম যুগ হতে যুগান্তরে
    মায়ার এই পৃথিবীর কতফুল মুহূর্তেই যে ঝরে পড়ে!
    ঝরে পাতা নদীর ঢেইয়ের কোলাহলের তালে তালে
    বরফের মতো যাচ্ছে গলে হায়াতের জিন্দেগী কালে!

    কালের সাথে পাল্লা দিয়ে করছিনা তো নেক আমল
    নফ্স শয়তান করিছে দমন মনচায় জিন্দেগীর স্কুল!
    অসহায় আমি অসহায় দেহ অসহায় যে আকুল মন
    পাপের ভারে আমার দুঃখ-বেদনা সইছে সারা জীবন।

    ওগো জমিনের মালিক রাজত্বের নিয়ন্ত্রক রব্বী আল্লাহ
    তোমার করুনা দয়া আর মমত্বে তুমি যে কারীম আল্লাহ!
    এই গোনাহগার পাপীদার দয়ালু আল্লাহর মায়ার মুখর
    ফেরদাউসে গিয়ে করতে পারি মালিক তোমার শোকর!

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ