• সাহিত্যে

    ‘বাংলার মাটি’ কলমে: প্রণব মন্ডল

      প্রতিনিধি ৩ নভেম্বর ২০২১ , ১:০২:১৯ প্রিন্ট সংস্করণ

    কবিতা-বাংলার মাটি
    কলমে: প্রণব মন্ডল

    হে বাংলার অবিশ্রান্ত হৃদয়ে আজি
    সেই কান্নার ধ্বনি শুনছি আমি,
    বঙ্গ ভূমিকে কহিছে ডাকি;
    ছেড়ে যাচ্ছে বাংলার মাটি।
    ক্রন্দন মনে মুছিতে অশ্রু আঁখি
    আমাকে ছাড়ার আয়োজনে,
    কেউ তো আমাকে রাখেনি মন
    অশ্রু লুকায়ে প্রিয়া চলি গোপনে
    বুঝিবে কোনদিন অন্তরের ব্যথা,
    নিরব মুখে জানাবো হিয়ার কথা,
    বাংলাকে নিয়ে ছিলো কত স্বপন
    সব কথা আজি করে যাব গোপন
    সমস্ত হৃদয় ছিলো বাংলার মন
    পাকিস্তানের দালালরা ভাবেনি কখনো;
    এই বাংলার শ্যামল ধরা পানে
    দেখি তব সুখ মুগ্ধ মনে,
    এই বাংলায় সব করেছি দান
    বাংলা আমার প্রাণ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ