• সাহিত্যে

    লোক কবি বিজয় সরকারের জন্মবার্ষিকী আজ।

      প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২২ , ১১:২৩:১০ প্রিন্ট সংস্করণ

    মোঃ মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    নড়াইলের লোক- কবি বিজয় সরকারের ১১৯তম জন্মবার্ষিকী আজ। অসাম্প্রদায়িক চেতনার সুরের অধিকারী কবিয়াল বিজয় সরকার ১৯০৩ সালের ২০ফেব্রুয়ারি নড়াইল বাসগ্রাম ইউনিয়ন ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন।বার্ধ্যকজনিত কারনে ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর ভারতের হাওড়ার পরলোকগমন করেন। কেউটিয়ার তাকে সমাহিত করা হয়।

    একাধারে গীতিকার,সুরকার ও গায়ক ও কবি ছিলেন। বিজয় সরকার এক হাজার ও ৯০০ বেশি গান লিখেছেন তিনি শিল্পকলার বিশেষ অবদানের সাংস্কৃতিক কিরূপ ২০১৩ সালে মরণোত্তর একুশে পদকে ভৃষিত হন। পোষা পাখি উড়ে যাবে, যেমন আছে এই পৃথিবী তেমনি ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে তেমনি তার লেখা গান বেচে থাকবে হাজার হাজার বছর ধরে, বিজয় সরকার আজও বেঁচে আছেন হাজারো মানুষের হৃদয়ে।