• সাহিত্যে

    সাহিত্যে যারা নতুন-আসিফ খন্দকার

      প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২১ , ৫:৫৩:২৮ প্রিন্ট সংস্করণ

    নিউজ ডেস্ক:

    আসিফ খন্দকার পাভেল।কবির জন্ম ১৯৯৮ সালে টাংগাইল জেলার কালিহাতী উপজেলায়।পিতার নাম এডভোকেট খন্দকার খালিদ হোসেন।মাতার নাম পারভীন জাহান।

    দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকা,ম্যাগাজিন অথবা যৌথগ্রন্থে তার লেখা প্রায় অর্ধশত কবিতা,গল্প,প্রবন্ধ ইত্যাদি প্রকাশিত হলেও উনি সাহিত্য জগতে পুরোপুরি আত্মপ্রকাশ করেন একজন সম্পাদক হিসেবে।সম্পাদনা করেছেন নিম্নোক্ত তিনটি যৌথগ্রন্থ-

    ১.নির্বাচিত কবিতা(কাব্য সংকলন)
    ২.অনুকথার শহর(অনুগল্পের সংকলন)
    ৩.ক্যাম্পাসিয়ানদের কথা(শিক্ষা ক্যাটাগরির বই)
    তার সম্পাদনায় প্রকাশিত হয় দুটো ম্যাগাজিন- ১.’প্রতিভা’ ( ষান্মাসিক সাহিত্য সাময়িকী)
    ২.’কালিহাতীর সাহিত্যাঙ্গন’ (বাৎসরিক সাহিত্য সাময়িকী)

    লেখালেখির পাশাপাশি তিনি জড়িত আছেন সাংবাদিকতার সাথেও।বর্তমানে দৈনিক আলোকিত একাত্তর সংবাদ পত্রিকার নিয়োগপ্রাপ্ত সাংবাদিক।এছাড়া ফ্রিল্যান্স সাংবাদিকতা করেন বিভিন্ন পত্রিকা এবং অনলাইন টিভি চ্যানেলেও।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ