• গণমাধ্যম

    “মুখোশের আড়ালে”

      প্রতিনিধি ২৮ জানুয়ারি ২০২২ , ৯:৩৬:২২ প্রিন্ট সংস্করণ

    “মুখোশের আড়ালে”

    পিঠ বাচাঁতে মাদকসেবী, ব্যবসায়ীও বটে
    সাংবাদিকতার মুখোশ পড়ে বিএমএসএফ এ ঢোকে।
    শুরু করে নারীবাজী, চাঁদাবাজী, ধান্দাবাজীর পেশা
    ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল আর নানান রকম নেশা।

    চরিত্রহরন, হুমকী-ধামকী, ডাকাতি আর লুটপাটের ফাদার
    এই লোকটার চর্চা করে, বাহবা দেয়, দল যতো গাধার।
    বিএমএসএফকে পুঁজি করে, করতে চেয়েছিল ধান্দাবাজী
    সাংবাদিক সমাজ চিনতে পেরে নাম রাখলো পাজি।

    পরের ধনে পোদ্দারি আর মামু বাড়ির খাদিম
    ক্ষমতা দখলের রাজত্ব কায়েম করতে চেয়েছিল জালিম
    মনের মাঝে কুটিলতা মুখে ঝড়ায় মধু
    যারা বানায় বাতিঘর সেই লোকেরাই চদু।

    সন্ত্রাসীদের নেতা সেজে নিজেকে করতে জাহির
    মুখোশের আড়ালে লুকিয়ে থাকা চরিত্র, হয়ে গেল বাহির।
    ফেজবুকে আর মাদক আস্তানায় নিজেকে করে প্রকাশ
    সমাজে সাজে ভাল মানুষ আসলে সবই ভোকাজ।

    মদ খেয়ে সে টাল হয়ে যায়, আবোল তাবোল বকে
    কতো লোককে নিঃস্ব করে, বিশ্বাস করে ঠকে।
    নিজেকে ভাবে বড় সাংবাদিক, সাংবাদিকদের গুরু
    জাফর দিয়েছে পতনের ডাক এখন থেকেই শুরু।

    যাদের করেছো সম্মানহানী, যাদের করেছো ক্ষতি
    তারা এখন ঐক্যবদ্ধ ছাড় দেবেনা এক রতি।
    দশের লাঠি একের বোঝা এই কথা কি জানো ?
    আইনের কাছে তুচ্ছ সবাই এই কথা কি মানো ?

    ডোপ টেস্টে ধরা পড়লে যতো মাদক আছে
    পিটান পাটান বাশঁ আর হ্যান্ডক্যাফ দুহাতে।
    সময় থাকতে ভালো হয়ে যা করিলাম সাবধান
    সাংবাদিক সমাজ খেপে গেলে পালাতে হবে আফগান।

    সাংবাদিকদের মাঝে বিচরন করা এক মাদকসেবীকে নিয়ে লেখা কবিতা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ