• রংপুর বিভাগ

    প্রজ্ঞাপন মোতাবেক বাৎসরিক বাজেট বাস্তবায়নে উম্মে সালমার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

      প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২২ , ১:২৯:৫৪ প্রিন্ট সংস্করণ

    বিদ্যুৎ চন্দ্র বর্মন-স্টাফ রিপোর্টারঃ

    সরকারী প্রজ্ঞাপন মোতাবেক নারী উন্নয়ন ফোরামের ৩% ও নারী সদস্য কর্তৃক উন্নয়ন বরাদ্দের ২৫% বাস্তবায়নের দাবীতে স্মারক লিপি প্রদান। উপজেলা পরিষদের বাৎসরিক বাজেটের ৩% নারী উন্নয়ন ফোরামের মাধ্যমে এবং পরিষদের বাৎসরিক বাজেটের ২৫% নারী সদস্য কর্তৃক বাস্তবায়নের সরকারী প্রজ্ঞাপন মোতাবেক নিশ্চিত করনের দাবীতে সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মোছাঃ উম্মে সালমা বেগমের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য গন গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর আবেদন পত্র জমা দেন।

    গতকাল ১ ফেব্রুয়ারী জেলা প্রশাসক বরাবর আবেদন পত্র জমা দিয়ে, জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ উম্মে সালমা বেগম বলেন, বিগত দিনগুলো হতে অধ্যবদি উপজেলা পরিষদের বাৎসরিক বাজেটের ২৫% ও ৩% নারী উন্নয়ন ফোরামের মাধ্যমে বাস্তবায়নের সরকারী প্রজ্ঞাপন থাকা সত্বেও কোন প্রকল্প বাস্তবায়নে আমাকে সম্পৃক্ত করা হয় নি বা অবগত করা হয় নি। আমি প্রজ্ঞাপন মোতাবেক বরাদ্দ বাস্তবায়নের জন্য ইতিপূর্বে মাননীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরে লিখিত ভাবে জানালেও কোন প্রকার সহযোগিতা না পেয়ে আজ জেলা প্রশাসক মহোদয় বরাবর আবেদন প্রদান করলাম।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ