• সাহিত্যে

    “পরিবর্তকের উত্তরসূরি” লেখায়-আনিকা আঞ্জুমী অরিন

      প্রতিনিধি ৩ মার্চ ২০২২ , ১২:৪৪:২১ প্রিন্ট সংস্করণ

    কবিতা-পরিবর্তকের উত্তরসূরি
    লেখায়-আনিকা আঞ্জুমী অরিন

    আমার পত্রালাপের সূচনায়- সবচাইতে তুচ্ছ বিষয় রাখি,
    আমার চিত্রকর্মে- রঙ ছাড়া তুলি ঘসতেই বেশ ভালোবাসি,
    আমার কল্পনায়- স্বয়ং কল্পনাকেই ভাবতে আগ্রহী,
    আমার গাম্ভীর্যতায়- ভাবের গম্ভীর হবার সুযোগ কঠিন ভারি,
    আমার স্বপ্নে- দুর্বলেরা কালজয়ী।
    আমার গল্পে- শুধুমাত্র আজ নীতিনিষ্ঠ খলনায়িকা হওয়া বাকি,

    সমাজে তাই আমি-
    খাপ না খাওয়া বোতলের ছিপি।

    আর?
    সকলের দৃষ্টিতে- আমি অদ্ভুত এক নারী!
    ভাবনায়- এঁচোড়ে পাকা মহাজ্ঞানী!
    সমালোচনায়- তাদের নিকট আমার রুপ যেন “সূরী”!

    তবে আমি মানি;
    গন্তব্যে পৌঁছেই হবো ‘সূরী’ থেকে ‘সূরি’।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ