• সাহিত্যে

    ‘কুসংস্কার’ লেখক-শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৩ জুন ২০২২ , ৪:৩৮:৩৮ প্রিন্ট সংস্করণ

    কুসংস্কার
    লেখক-শিহাব আহম্মেদ

    ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে,
    মোরগ ডাকলে ভোর।
    কুকুর ডাকলে লেজ গুছিয়ে,
    ছিটকে পালায় চোর।।

    পেঁচা ডাকলে অশুভ হয়,
    শকুন ডাকলে মরণ।
    হঠাৎ কোন বিপদ নাকি,
    কাকের ডাকের কারণ।।

    পাখি ডাকলে কুটুম আসে,
    মিষ্টি হাতে নিয়ে।
    বৃষ্টির মাঝে রোদ হাসিলে,
    শেয়াল মামার বিয়ে।।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ