• Uncategorized

    আর কখনো এসো না -লেখকঃ শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ৩ অক্টোবর ২০২০ , ১১:২৬:১৯ প্রিন্ট সংস্করণ

    কবিতাঃ-আর কখনো এসো না
    লেখকঃ শিহাব আহম্মেদ

    মন খারাপের এই শহরে তুমি এসো না
    পরিত্যক্ত এই শহরে তুমি ফিরে এসো না!
    আমার শরীরের বিষাক্ত গন্ধে তুমি পুড়বে,
    প্রতিনিয়ত দগ্ধ হবে কথার তীব্র আঘাতে।

    বৃষ্টিস্নাত এই হেমন্তে তুমি কখনো এসো না
    নিষ্ঠুর এ শহরে তুমি কখনো ফিরে এসো না!
    আমার ভিতরের ভয়ার্ত চিৎকারে ভীত হবে,
    চারিদিকের হিংস্রতা তোমাকে খাবলে খাবে।

    এই অসহায় শহরে তুমি কখনো এসো না
    আজকের এই শহরে তুমি ফিরে এসো না!
    আমার দেয়া আঘাত সহ্য করতে পারবেনা,
    প্রতিনিয়ত আমার আচরনে তুমি ক্ষত হবে।

    ধুলোপড়া এই নোংরা শহরে তুমি এসো না
    রক্তেভেঁজা এই শহরে তুমি ফিরে এসো না!
    আমার শকুনের চাহনিতে তুমি বিব্রত হবে,
    তোমার শরীরে কী ভয়ঙ্কর নিষ্ঠুরতা চলবে!

    এই স্বার্থপর শহরে তুমি কখনো এসো না
    এই তেলবাজ শহরে তুমি ফিরে এসো না!
    অনাহারের কষ্টের রাত তোমাকে পুড়াবে,
    তোমার জীবনের সব স্বপ্ন মাটিতে মিশবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ