• সাহিত্যে

    “উদ্বাস্তু হৃদয়” কলমে: আবু হেনা মোস্তফা কামাল

      প্রতিনিধি ২২ ডিসেম্বর ২০২২ , ৩:১০:১৩ প্রিন্ট সংস্করণ

    কবিতা-উদ্বাস্তু হৃদয়
    কলমে: আবু হেনা মোস্তফা কামাল

    বিক্ষিপ্ত হয় মন মাঝে মাঝে
    তোমা হতে অন্য কোনো ধামে,
    খুঁজতে চলি অনন্য কিছুর আশ্বাসে,
    কোন এক বিশ্বাসে।
    ফিরে আসি বারবার বিফলে আবার
    ফেলি নোঙর হৃদয় বন্দরে তোমার।
    হের যাই বারে বারে তোমার টানের কাছে,
    আছে কী যে এক লোভন তোমার মাধুরীতে।
    উপেক্ষা তোমার ফের
    কাঁদায় নিরজনে নিভৃত কোণে।
    পারি সইতে পাথর বেদনা,
    পারিনা কেবল সইতে বিরাগিনী অবজ্ঞা।
    করি উদাস দিনাতিপাত, মানস জমিনে মন্বন্তর,
    চেপে বসে শোচ্য হতাশা!
    উদ্বাস্তু হৃদয়, খোঁজে অন্য জমিন,
    অন্য কোনো খানে আবার।
    ফিরে আসে উদ্বাস্তু মন, ফের তোমার দ্বারে-
    ফেরাবে আর, কত বার কত দিন তারে?
    দেবে ঢেলে ভিসুভিয়াসের গলিত তপ্ত লাভা হৃদে?
    রেখেছো কাঙাল করে তোমার মোহে,
    ফিরে ফিরে আছড়ে পড়ি বারিধি-ঢেউয়ের মতো
    তোমার মনের রুদ্ধদ্বারে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ