• সাহিত্যে

    “জোসনা রাত” কলমে-লাবনী আক্তার

      প্রতিনিধি ২ জানুয়ারি ২০২২ , ৮:০৬:৫৩ প্রিন্ট সংস্করণ

    জোসনা রাত
    কলমে-লাবনী আক্তার

    জোসনা রাতে আকাশ জুড়ে-
    চাঁদের মিষ্টি আলো,
    চক্ষু শীতল মিষ্টি আভা-
    খুবই লাগে ভালো।

    জোসনা ঝরে নদীর জলে-
    নদীর জল ঝিকিমিকি করে,
    আকাশ জুড়ে আলোর খেলা-
    জোনাকিরা কেঁদে মরে,

    চাঁদের আলো দেখতে ভালো-
    মুক্ত ঝরা হাসি,
    পাতায় পাতায় নিশির শিশির-
    কথা বলে রাশি রাশি।

    মনের গহিনে প্রাণের স্পন্দনে-
    বাঁধে প্রীতির বাসা,
    রাত কেটে শেষে ভোর হয়-
    মনে জাগে নব আশা।

    মায়াবী রাতে ঘুম নেই চোখে-
    আমি শুধু জেগে রই,
    জীবনের খাতায় রজয়ী কবিতার মত-
    মনে হয় কবি হই।।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ