• সাহিত্যে

    “শহীদ জননীর ১৬ ডিসেম্বর” কলমে-আসিফ খন্দকার

      প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২১ , ৬:১৪:১৭ প্রিন্ট সংস্করণ

    “শহীদ জননীর ১৬ ডিসেম্বর”
    কলমে-আসিফ খন্দকার।

    প্রতিবছর-
    মাস ডিসেম্বর –
    তারিখ ১৬-
    উৎসব এল,

    সকলে খুশি-
    একটু বেশী-
    সবাই সাজে-
    বাজনা বাজে,

    একজন মা-
    নাম অরুণিমা-
    একাকী ঘরে-
    অন্ধকারে,

    কাঁদেন একা-
    কোথায় খোকা?
    ফেরেনি ঘরে-
    একাত্তরে,

    আধার রাতে-
    অস্ত্র হাতে-
    হয়েছিলো শহীদ-
    স্বাধীনতার তাগিদ!

    বিজয় এসেছে-
    খোকা এনেছে-
    বুকের রক্তে-
    চোখের অশ্রুতে,

    স্মৃতির পাতায়-
    মা হারায়-
    সবার অগোচরে,
    ১৬ ডিসেম্বরে।।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ