• সাহিত্যে

    নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

      প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২২ , ৪:২৫:৫৬ প্রিন্ট সংস্করণ

    শিহাব আহম্মেদ-আন্তর্জাতিক রিপোর্টার:

    ইতিহাস বোধ হয় এই ভাবেই তৈরী হয় আজ ২৩▪১০▪২২ নিখিল ভারত বঙ্গ সাহিত‍্য পরিষদের (সিউড়ী শাখা) বিজয়া সম্মেলনের মঞ্চ থেকে আমার চতুর্থ কাব‍্যগ্রন্থ প্রকাশ পেল বীরভূমের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী কালীপদ দাশ মহাশয়ের হাত দিয়ে। সঙ্গে ঐ মঞ্চে উপস্থিত ছিলেন নিতাই প্রসাদ ঘোষ, সুশান্ত রাহা, মহঃইয়াসীন আখতার,পরেশ দে চৌধুরী,ও আরো অনেকে।এক মনের কোঠায় রাখার মত অনুষ্ঠানের মধ‍্য দিয়ে এই বইটির প্রকাশ হল যা অনেক দিন স্মৃতিচারণের জন‍্য থাকবে। যে ভাবে সুশান্ত রাহা মহাশয় আমার সমন্ধে সকল কে অবগত করালেন তাতে আমি লেখক হিসাবে আপ্লুত। তার ভাষায় প্রদীপ কুমার দাস লাল মাটির ভূমি পুএ সিউড়ীর সাজানোপল্লীর বাসিন্দা,এই লেখকের এটি চতুর্থ কাব‍্যগ্রন্থ।মূলত লেখক গবেষণা ধর্মী কাজ করে থাকেন। প্রথম কাব‍্যগ্রন্থ – “কাব‍্য মালঞ্চ” দ্বিতীয় কাব‍্যগ্রন্থ “কাব‍্য মল্লিকা”। এই বইটি গত বইমেলা কলিকাতা ২০২১-এ প্রকাশ পেয়েছে এবং এই বইটির জন‍্য সাহিত‍্য রত্ন পুরস্কার পেয়েছেন,বইটির প্রকাশক আনন্দ প্রকাশন। তৃতীয় কাব‍্যগ্রন্থ যৌথ “উর্না ৪” এই গ্রন্থটি চতুর্থ প্রকাশ “সময়ের লিপি’এছাড়া এই লেখকের গবেষণা লব্ধ গ্রন্থ “মহাপ্রভুর মালঞ্চ ময়নাডাল ও নৃসিংহ শ্রীপাট যাহা প্রভুত সারা ফেলেছে গবেষক মহলে এবং এই বইটির জন‍্য সর্ব ভারতীয় সাহিত‍্য সন্মানে সন্মানিত হয়েছেন।আগামীতে আসতে চলেছে গবেষণা লব্ধ গ্রন্থ “পাঁচথুপীর কড়চা” ও গানের বই “তাল ধন‍্যবাদ জানাই সকল কে,তৎসহ গৌতম রায় কে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ