• সাহিত্যে

    ‘প্রাণের মুগ্ধতা’ কলমে-প্রণব মন্ডল

      প্রতিনিধি ২০ মে ২০২২ , ৮:২৩:৪৬ প্রিন্ট সংস্করণ

    কবিতা: প্রাণের মুগ্ধতা
    কলমে-প্রণব মন্ডল

    বইছে হাওয়া ফাল্গুনী গাইছে এমন গুনগুনি,
    মাতৃভাষার প্রেমের গান আল্পুত আজ মোদের প্রাণ,
    ফুলের বাহার চারিদিকে মৌমাছিরা মৌচাকে জমায় মধু আজ সুখে, আনন্দগান তাই মুখে
    কচি পাতার দেখো বাহার সবুজ যেন মুক্তাহার;
    গাছ-গাছালির জীবনগান শুনতে কি পাও মুক্ত প্রাণ?
    শুনতে কি পাও পাখির গান?
    নাও ভরে নাও দরাজ প্রাণ।
    ঝরা পাতা আর আবিলতা,
    যায় দূরে আজ পঙ্কিলতা।
    আজ প্রকৃতির নতুন রুপ,
    দেখে দু-চোখ মুগ্ধ খুব !
    মন বনানীর শুদ্ধতায়,
    মাতুক এ প্রাণ মুগ্ধতায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ