• আইন ও আদালত

    হিজলায় ৯ জেলেকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

      প্রতিনিধি ১১ অক্টোবর ২০২২ , ৬:০৫:৩৩ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর ২০২২ খ্রি. পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ বাস্তবায়নে বরিশাল জেলার হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান অব্যাহত রয়েছে। আজ ১০ অক্টোবর সোমবার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে ইলিশ আহরণ করার সময় ৯ (নয়) জেলেকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত ৯ (নয়) জেলের প্রত্যেককে ১ (এক) বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, হিজলা, বরিশাল। অভিযানে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং ইলিশ এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। অভিযান বাস্তবায়নে : সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, হিজলা, বরিশাল।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ