• আইন ও আদালত

    সুজানগরে মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা শেষ প্রায় ৩ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

      প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২১ , ১০:১০:৫৯ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা শেষ হয়েছে। গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা জারি করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা নুর কাজমীর জামান খান জানান, মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মাছ শিকার করায় উপজেলা প্রশাসন, মৎস্য অফিস ও থানা পুলিশের যৌথ অভিযানে ১০ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, পদ্মা নদীতে ৭৭ টি অভিযান চালানো হয়েছে। এই অভিযানে ৪ জন কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    ২২ টি মামলায় ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়, ২ লাখ ৯৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে দেওয়া হয়,যার আনুমানিক মূল্য ২৯ লাখ ৩০ হাজার টাকা। প্রায় ৭২ কেজি আটককৃত ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে। এই উপজেলায় মাছ ঘাট রয়েছে ৭৮ টি,আড়ত রয়েছে ২৫৬ টি, বাজার রয়েছে ২৫৪ টি। মৎস্য কর্মকর্তা আরো জানান, অন্যান্য বছরের তুলনায় এবার পদ্মা নদীতে ইলিশ মাছ খুবই কম মনে হয়েছে,অভিযান চলাকালীন সময়ে আমার দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করেছি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ