• Uncategorized

    ধামুইরহাটে জোর করে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

      প্রতিনিধি ২৫ মে ২০২১ , ১২:৪৯:০৬ প্রিন্ট সংস্করণ

     

    নওগাঁর ধামইরহাটে এক কৃষকের জমির বোরো ধান জোর করে কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গাংরা গ্রামে। অসহায় ওই কৃষক সুষ্টু বিচার চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। ধামইরহাট থানায় অভিযোগ সূত্রে জানা গেছে,উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত গাংরা গ্রামের ডা. মো.মাজেদুর রহমানের মোতওয়ালীকৃত গাংরা মৌজার ৪২ শতাংশ জমি ওই গ্রামের মোস্তাকিন হোসেন কে বর্গা দেয়।

    ওই বর্গাকৃত জমিতে বোরো ধান রোপন করা হয়। চলতি মাসের গত ১৮ মে ভোর সাড়ে ৫টার দিকে একই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মো.গোফফার (৬৫) এর নেতৃত্বে ৩০-৩৫ জন লোক জোর পূর্বক ওই জমির ধান কেটে নিয়ে গেছে। এতে ওই কৃষকের প্রায় ৩৭ হাজার টাকা ক্ষতি হয়।

    বিষয়টি সুষ্টু বিচার চেয়ে ভুক্তভোগি কৃষক মাজেদুর রহমান বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন,ওই জমির মোতওয়ালী মো.মাজেদুর রহমানের একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ