• ধর্ম

    শশুর-শাশুড়ীকে বাবা-মা বলে ডাকা যাবে কী? ভ্রান্ত ধারণার অবসান-মুফতী আরিফুল ইসলাম কারীমী

      প্রতিনিধি ২৬ জুলাই ২০২২ , ৫:০৪:৩২ প্রিন্ট সংস্করণ

    بسم الله الرحمٰن الرحيم. حامدا و
    مصليا و مسلما

    রাসূল (সা.) একটি হাদিসে অন্যের পিতাকে পিতা বলে ডাকতে নিষেধ করেছেন। হাদিসটি হল,

    عَنْ سَعْدٍ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ مَنْ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ غَيْرُ أَبِيهِ فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ

    ‘সা‘দ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল(সা.)-কে বলতে শুনেছি, যে অন্যকে নিজের পিতা বলে দাবি করে অথচ সে জানে যে সে তার পিতা নয়, জান্নাত তার জন্য হারাম।’ [সহিহ বুখারি, হাদিস: ৬৭৬৬]

    এ হাদিসে অন্যকে পিতা বলে সম্বোধন করার নিষেধাজ্ঞা দ্বারা উদ্দেশ্য হল, নিজের পিতার বংশ পরিচয় গোপন রেখে অন্যের বংশ পরিচয়ে নিজেকে পরিচিত না করা। [উমদাতুল ক্বারী শরহু সহিহিল বুখারি ২৩/২৬২]

    কিন্তু শশুর শাশুড়িকে এই উদ্দেশ্যে বাবা মা ডাকা হয় না। বরং তাদের সম্মানার্থে তাদেরকে বাবা মা ডাকা হয়। আর সম্মানার্থে কাউকে বাবা মা ডাকার বৈধতা কুরআন থেকেই প্রমাণিত। কারণ কুরআনে রাসূল (সা.)-এর স্ত্রীগণের সম্মানার্থে তাদেরকে মুমিনদের মা বলে সম্বোধন করা হয়েছে।

    কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,

    ‘নবি মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ এবং তার স্ত্রীগণ তাদের মা।’ [সূরা আহযাব, আয়াত: ৬]

    সুতরাং শশুর শাশুড়িকে বাবা মা ডাকার বিষয়টি উক্ত হাদিসের নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। তাই শশুর শাশুড়িকে বাবা মা ডাকা যাবে।

    আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

    و الله تعالى أعلم بالصواب

    وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
    রাইটার-ইসলামী কলামিস্ট,শিক্ষক ও সাংবাদিক

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ