• Uncategorized

    ফ্রান্সে রাসূল (সা:) এর ব্যঙ্গচিত্র প্রদশর্নের প্রতিবাদে হবিগঞ্জ ছাত্রসেনার বিক্ষোভ মিছিল

      প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২০ , ৫:২৪:১১ প্রিন্ট সংস্করণ

     

     

    সৌরভ আহমেদ শুভ-চুনারুঘাট রিপোর্টার:

    ফ্রান্সের বিতর্কিত পত্রিকা শার্লি এব্দতে রাসূল (দ:)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ এবং সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মালমো শহরে উগ্রপন্থী খ্রিষ্টান কর্তৃক পবিত্র কুরআন শরীফে অগ্নিসংযোগের প্রতিবাদে হবিগঞ্জ জেলা ছাত্রসেনার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর জেলা ছাত্রসেনার অস্থায়ী কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদর্শন করে শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট এলাকায় মানববন্ধনের মাধ্যমে সমাপ্ত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, হবিগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ আলী বশনীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম.এ. কাদিরের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি পীরে তরিকত মাওলানা শাহ জালাল আহমদ আখঞ্জি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি জনাব এমডি মুহিত, সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম সাহেব, হবিগঞ্জ জেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি মাওলানা আবুল খায়ের শানু, মাওলানা সাইফুল মোস্তফা, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিএসসি, অর্থ সম্পাদক মুফতি খাইরুদ্দিন,সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ অাব্দুল ওয়াদুদ, হবিগঞ্জ জেলা যুবসেনা সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদের বিপ্লবী,ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা কাউসার আহমেদ রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শাহ আলম, ছাত্রনেতা মইনুল ইসলাম।

     

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ছাত্রসেনা সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল সুমন, মুহাম্মদ রহমত আলী, নাহিদুল ইসলাম, হানিফ আহমেদ সজীব, সদর উপজেলা ছাত্রসেনা সভাপতি মুহিবুর রহমান রাজন, পৌর ছাত্রসেনা সভাপতি গোলাম শাফিউল আলম মাহিন, রিদওয়ান আহমেদ খান, ইমরান হোসেন, সাইফুল ইসলাম হামজা, আমির হামজা মামুনসহ প্রমুখ।

     

    এসময় বক্তারা উক্ত ঘটনা দুটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে জাতিসংঘের কাছে এ ঘটনা গুলোর বিচার দাবি করেন। অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। পরিশেষে সারাবিশ্বে নির্যাতিত মুসলমাদের উপর আল্লাহর রহমত কামনা করে মুনাজাত পরিচালনা করা হয়।

    আরও খবর

    সিরাজগঞ্জের সলঙ্গায় ভূমিহীনদের মাঝে পাকা ঘর বিতরনে অনিয়মের অভিযোগ

    গাইবান্ধার পলাশবাড়ীতে বজ্রপাতে চার ইট ভাটা শ্রমিকসহ ৫ জনের মৃত্যু। সাগর আহম্মেদ পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার সীমান্তবর্তী রংপুরের পীরগঞ্জ উপজেলার শোলাগাড়ি এলাকায় ইটভাটায় কাজ করার সময় বজ্রপাতে ৪ ইটভাটা শ্রমিকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল ৩ টার দিকে বকুল মিয়ার মালিকানাধীন বিইবি ইট ভাটায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাশের সাদুল্লাপুর উপজেলার কাবিলপুর সোনাতলা গ্রামের আ: জলিল মিয়া (৬০), চকনদী গ্রামের নাজমুল ইসলাম (২২), একই গ্রামের সিয়াম মিয়া (২০), শাহাদত (২২), রশিদুল ইসলাম (২৮)। এরমধ্যে আ: জলিল ভাটা এলাকায় ঘাস কাটতে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ইটভাটায় ইট পরিবহন কাজ করছিলেন শ্রমিকরা। বিকেলে বৃষ্টি শুরু হলে ভাটার পাশের টিনের একটি ছাপড়ার নিচে শ্রমিকরা আশ্রয় নেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে ৪ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরো ১ জনসহ পাঁচজন নিহত হন। ইটভাটা ম্যানেজার রবিউল ইসলাম নিহত পাঁচজনের পরিচয় নিশ্চিত করেছেন। পীরগঞ্জ থানার উপপরিদর্শক ( এসআই) নুর আলম বজ্রপাতে ৫ জন নিহতেরর বিষয়টি নিশ্চিত করেছেন।

    পটুয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের    জেষ্ঠ ছেলে সহীদ শেখ কামালের ৭১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে জেলা পরিষদ মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত।  

    রংপুরে বৈদ্যুতিক বাতি নিভিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ 

    কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী মুকুলের সহযোগী রাশিদুলের পক্ষে মানববন্ধন 

    রাজশাহীর তানোর এপি তে ২৫ সদস্য  বিশিষ্ট ইয়ুথ ফোরাম কমেটি গঠন 

                       

    জনপ্রিয় সংবাদ