• চট্টগ্রাম বিভাগ

    লক্ষ্মীপুরে শ্রমিক সমাবেশ ও র‍্যালি করেছে চরমোনাই পীরের

      প্রতিনিধি ১ মে ২০২৩ , ৯:৫৯:২০ প্রিন্ট সংস্করণ

    এইচ.এম আল আমিন-লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

    আজ ১লা মে (সোমবার) সকাল ১০ ঘটিকায় লক্ষ্মীপুর শহরের দক্ষিণ স্টেশন থেকে র‍্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাবেশ অনুষ্ঠিত হয়।

    এতে জেলা সভাপতি ডা:নাছির আহম্মেদের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুহা: আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় (কুমিল্লা বিভাগ) সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো: মহি উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা সেক্রেটারি মাও: মহি উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র প্রার্থী মাও: জহির উদ্দিন।

    সমাবেশে বক্তারা বলেন, এদেশে বসবাসরত মানুষের মধ্যে শতকরা আশি ভাগ মানুষ শ্রমজীবী। শ্রমজীবী মানুষ তাদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন সময় আন্দোলন করছে। এহেন আন্দোলনের সুযোগে অনেকে শ্রমিকদের দরদী সেজে তাদেরকে প্রতারিত করে নিজেদের আখের গুছাচ্ছে। স্বাধীনতার ৫০ বছরেও এদেশের শ্রমজীবী মানুষ তাদের মানবিক মর্যাদা ও ন্যায্য অধিকার ফিরে পায়নি। এখনো রাস্তায় প্রতিদিন সিএনজি ড্রাইভার, রিকশা ড্রাইভাররা টোল দিতে হয়। কৃষকের উৎপাদিত পন্য ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছে না।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ