• Uncategorized

    ৪ ফেব্রুয়ারির মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতির নির্দেশ

      প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২১ , ৯:২২:৩৯ প্রিন্ট সংস্করণ

    ৪ ফেব্রুয়ারির মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতির নির্দেশ স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্য দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। যাতে করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আদেশ পাওয়া মাত্রই প্রতিষ্ঠান প্রস্তুত থাকতে পারে।

    নির্দেশনায় বলা হয়, কোভিড ১৯ পরিস্থিতিতে শিক্ষার্থী-শিক্ষক, কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্ন, নিরাপদ ও আনন্দময় পরিবেশ সৃষ্টি করতে কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের তাগিদ দেওয়া হয়।

    করোনা মহামারির কারণে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ৪ ফেব্রুয়ারি থেকে চতুর্থ,পঞ্চম,দশম,দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীকে প্রাথমিকভাবে বিদ্যালয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে।
    বলা হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ