• Uncategorized

    ঘূর্ণিঝড় “ইয়াসের” কবলে বাঁশখালীর হাজারো মানুষ।

      প্রতিনিধি ২৬ মে ২০২১ , ১২:০৩:৫৭ প্রিন্ট সংস্করণ

    সারা দেশের মানুষ যেখানে করোনা ভাইরাসে আতঙ্কিত তার ভিতরে বাংলাদেশর উপকূল অঞ্চলে আগাত হানলো ঘূর্ণিঝড় “ইয়াস।ঘূর্ণিঝড় ইয়াসের কারনে বাঁশখালী সমুদ্রের জল অস্বাভাবিক জোয়ারের পানিতে দিন-রাতে দু’বার করে প্লাবিত হচ্ছে। বাঁশখালী উপকূলের বেরিবান সহ তলিয়ে গেছে শত শত গ্রাম, বাড়িঘর, নিম্নাঞ্চলের আবাসন প্রকল্প, ফসলি জমি, পুকুর ও মৎস খামার।

    ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার দিবাগত রাতে অতিরিক্ত জোয়ারে পানি বেড়ে যাওয়া লক্ষাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।স্বল্প উচ্চতার বেড়িবাঁধটির ভাঙ্গনই এ দুর্ভোগের কারণ বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এজন্য স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডকেই দায়ী করছেন স্থানীয় অধিবাসীরা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ