• বরিশাল বিভাগ

    মির্হাগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্যদের টাকা আত্মসাৎ

      প্রতিনিধি ২১ সেপ্টেম্বর ২০২৩ , ১০:১৭:৫৩ প্রিন্ট সংস্করণ

    মির্হাগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্যদের টাকা আত্মসাৎ

    মু,হেলাল আহম্মেদ রিপন-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নামে একটি সমিতি খুলে বিভিন্ন সদস্যদের কাছথেকে টাকা আত্মসাৎ এবং লোনের বিপরীতে গচ্ছিত ব্লাংক চেক ও স্ট্যাম্প নিয়ে সমিতির সভাপতি তার পরিবারের অন্য সদস্য দ্বারা মিথ্যা মামলা দিয়ে সমিতির সদস্যদের হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি প্রদান করেছেন জেলা প্রশাসক বরাবর। বৃহস্পতিবর ২১ সেপ্টেম্বর বেলা ১২ টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন ভুক্তভোগী নাজমা আক্তার, মোঃ জয়নাল সিকদার, মোঃ কাসেম বদল সিকদার, লিটন সিকদার, হিরোন মৃধা ও জসিম আকন্দ।

    এসময় ভুক্তভোগী পরিবার সহ শতাধিক এলাকাবাসী উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন। এসময় বক্তারা জানান,ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিনের হয়রানীর শিকার হয়ে অনেক পরিবার স্বর্ব শান্ত হয়েছে এবং অনেকেই এলাকা ছাড়া হয়েছে। তারা এসময় সুদখোর আল আমিনের এ হয়রান থেকে মুক্তি চান এবং তারা পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার সহ প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। পরে জেলা প্রশাসক এর কাছে স্মারকলিপি প্রদান করেন এ বিষয় পটুয়াখালী জেলা প্রশাসক মো,মুর কুতুবুল আলম দৈনিক বরিশাল সমাচারকে বলেন,আমি খোজখবর নিয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো বলে জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ