• Uncategorized

    পটুয়াখালী পৌর নিউমার্কেট গোল চত্ত্বর ব্যবসায়ী সমিতির নির্বাচনে মনির সভাপতি রাজিব সেক্রেটারি নির্বাচিত।

      প্রতিনিধি ২০ নভেম্বর ২০২০ , ৫:৪২:০৭ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ(রিপন)-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    অদ্য ২০ শে নভেম্বর পটুয়াখালী পৌর নিউমার্কেট গোল চত্তর ব্যবসায়ী সমিতির কার্ষকরী কমিটির নির্বাচন সুষ্ঠুভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়। এ নির্বাচনে ১৪৯ ভোট পেয়ে মোঃ মুনির হোসেন তালুকদার (আনারস) নিয়ে সভাপতি ও ১৫৮ ভোট পেয়ে কাজী তোফায়েল আহম্মেদ রাজিব ( হরিন) মার্কায় সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

    এছাড়া  বিনা প্রতিদ্বন্দীতায় সাংস্কৃতিক পদে নির্বাচিত হয়েছেন মোঃ ইব্রাহীম সিকদার(একতারা) মার্কা নিয়ে বাকি  ১৩ টি পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি  পদে  ভাই ভাই ক্লোথ স্টোরের স্বত্ত্বাধিকারী মোঃ কামাল হোসেন লিটন (আম)মার্কায় ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

    তার প্রতিদ্বন্দী প্রার্থী মেসার্স সাকিব গার্মেন্টস এর প্রোপাইটার মোঃ আবদুস সালাম খান (মোরগ) মার্কায় পেয়েছেন ৬৫ ভোট। সহ-সভাপতি পদে  মেসার্স সোহাগ সু-স্টোর এর প্রোপাইটার আবদুর রহিম সোহাগ (টেলিভিশন) ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

    তার নিকট তম প্রতিদ্বন্দী মেসার্স হৈমন্তী বস্ত্রালয়ের প্রোপাইটার সঞ্জিব কুমার সাহা(মেবাইল)মার্কায় পেয়েছে ৭৪ ভোট   সাধারন সম্পাদক পদে কাজী পয়েন্টের স্বত্ত্বাধিকারী কাজী তোফায়েল আহমেদ রাজীব(হরিণ) ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছন।

    তার নিকটতম প্রতিদ্বন্দী বস্ত্র বিতানের স্বত্ত্বাধিকারী মোঃ নজরুল ইসলাম মৃধা(মোমবাতি) পেয়েছেন ৫৩ ভোট। যুগ্ম সাধারন সম্পাদক পদে কাজী ফ্যাশনের স্বত্ত্বাধিকারী কাজী মোঃ জাহাঙ্গীর হোসেন(সিলিং ফ্যান) ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার  নিকটতম প্রার্থী মোঃ তামিম হোসেন মন্টু মিঞা(মই) পেয়েছেন ৮৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মেসার্স ফিহা ফ্যাশন এর স্বত্ত্বাধিকারী মোঃ নুরুল ইসলাম সোহাগ(বই) ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী দিপংকর (টিউবওয়েল) পেয়েছেন ৮৯ ভোট। প্রচার সম্পাদক পদে  আরএন ফ্যাশনের স্বত্ত্বাধিকারী হাফেজ মোঃ নাসির উদ্দিন চৌধুরী(মাইক) ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

    তার প্রতিদ্বন্দী প্রার্থী  মেসার্স মায়ের দোয়া কসমেটিকস এর স্বত্ত্বাধিকারী মোঃ বাদল হোসেন (জাহাজ) পেয়েছেন ৯২ ভোট। দপ্তর সম্পাদক পদে মেসার্স রেদোয়ান বস্ত্রালয়ের স্বত্ত্বাধিকারী মোঃ রাকিবুল হাসান(জগ) ১৫৫  ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দী প্রার্থী মেসার্স আল মদিনা টেইলার্স এর স্বত্ত্বাধিকারী মুহাম্মদ হারুন অর রশিদ(দেয়ালঘড়ি) পেয়েছে ৫৭ ভোট। কোষাধ্যক্ষ পদে সততা মেডিকেল হলে স্বত্ত্বাধিকারী মোঃ মাহতাব হোসেন ( তালাচাবি) ১৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

    তার প্রতিদ্বন্দী প্রার্থী  সাবেক কোষাধ্যক্ষ অলোক কুমার দাস(উড়োজাহাজ) পেয়েছেন ৫৮ ভোট। পাঁচটি সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে   মোঃ আসাদুজ্জা্মান আসাদ( ফুটবল) ১৫১, ভোট,  মেসার্স আলী সু-স্টোরের স্বত্ত্বাধিকারী মোঃ আলী হোসেন(চশমা) ১৩৩ ভোট,   মেসার্স জেন্ট গ্যালারী এর স্বত্ত্বাধিকারী উত্তম দেবনাথ(হাতি) ১১৬ ভোট,  মেসার্স কেনাকাটা ফ্যাশনের স্বত্ত্বাধিকারী মোঃ সাব্বির আহমেদ(বালতি) ১৬১ ভোট এবং সর্বাধিক ১৬৬ ভোট পেয়ে সদস্য হয়েছেন।

    ২০ নভেম্বর শুক্রবার সমিতি কার্যালয়ে সকাল ৯টা হতে  বিকাল চারটা পর্যন্ত বিরতিহীন সুষ্ঠু ও শান্তিপুর্নভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।

    জানাযায়,এ নির্বাচনে ২১২জন ভোটার তাদের ভোট প্রদান করেছে বলে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল হালিম এ তথ্য  জানান।এছাড়াও  নির্বাচন পরিচালনা কমিটির অপর দুই সদস্য হলেন আঃ রশিদ খান ও স্বপন শীল,এমনটাই জানাযায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ