• আইন ও আদালত

    সুজানগরে ল্যাব সহকারী দীর্ঘদিন ধরে অফিসের গেস্টরুম বাসা হিসেবে ব্যবহার করছে

      প্রতিনিধি ২ জুন ২০২৩ , ১২:০৬:৫৫ প্রিন্ট সংস্করণ

    পাবনা প্রতিনিধি:

    সুজানগরের উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউ আই টি আর সি ই ), ব্যানবেইস দপ্তরের ল্যাব এ্যাসিসটেন্ট আব্দুল রাকিব যোগদানের পর থেকেই অফিসের গেস্টরুম বাসা হিসেবে ব্যবহার করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়,গত ২০১৮ সালের নভেম্বর মাসে যোগদানের পর থেকেই তিনি কোন বাসা না নিয়ে অফিসের গেস্টরুম বাসা বাড়িতে পরিণত করেছে। ল্যাব এ্যাসিসটেন্ট আব্দুর রাকিব গেস্টরুমে থাকেন এবং অফিসের আসবাবপত্র ও রান্নার জন্য রাইচ কুকার ব্যবহার করে থাকেন। এছাড়াও ল্যাব রুমের এসি দিয়ে রাতে ওখানেই ঘুমান।

    বাসা বাড়ি হিসেবে ব্যবহার করার কারণে গেস্ট রুমের অনেক মূল্যবান জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। এমতাবস্থায় চলতে থাকলে একদিকে যেমন বিদ্যুৎ এর অপচয় হচ্ছে অন্য দিকে সরকারি মালামাল নষ্ট হচ্ছে।এ ব্যাপারে সহকারী প্রোগ্রামর অফিসার (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) নায়েম রেজা বলেন,আমি ওখানে অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত হিসেবে কর্মরত আছি,বিষয়টি আমার জানা নেই। একজন ল্যাব এ্যাসিসটেন্ট কোনভাবেই গেস্ট রুম ব্যবহার করতে পারেন না। আমার অগোচরে হয়তবা থাকতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান,ল্যাব এ্যাসিসটেন্ট আব্দুর রাকিব রাতে বাইরে আড্ডা দিয়ে অফিসের গেস্টরুমে থাকেন। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক অনৈতিক কাজে অভিযোগ রয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ