• বরিশাল বিভাগ

    “মায়া” কলমে-সোহাগ হোসাইন

      প্রতিনিধি ১০ মে ২০২৩ , ১২:০৬:৫৯ প্রিন্ট সংস্করণ

    বিধি তুমি যার জন্য যাকে
    করো নাই সৃষ্টি,
    তার প্রতি মায়া বাড়াইওনা!

    মায়া এক অদ্ভুত হাতিয়ার
    তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা,
    প্রাণবন্ত তরুণ-তরুণীরা ক্ষুব্ধ হয়ে ওঠে!

    কেহ সহিতে নাহি পারে মায়ার যন্ত্রণা,
    মায়া এক অস্ত্র সরুপ,
    সেই অস্ত্র দুর্বলচেতা হৃদয় মাঝারে যদি গেথে যায় একবার,
    তাজা তাজা প্রাণ ক্ষতবিক্ষত করে দেয়।

    মানবের মাঝে যদি মায়া না থাকে
    সে তো মানুষ রুপি হিংস্র প্রাণী,
    মায়া কাজ করে প্রত্যেকটা মানুষের অন্তরে।

    বিধাতা যাকে যার জন্য সৃষ্টি করিয়াছো তুমি
    তার প্রতি প্রয়োগ করিয়ো মায়া,
    স্রষ্টা তোমার কাছে প্রার্থনা করে,জানাই
    কাতর স্বরে আকুল মিনতি।

    কে,এম,সোহাগ হোসাইন
    ছাত্র:সরকারি ব্রজমোহন কলেজে

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ