• সারাদেশ

    ময়মনসিংহে গৃহবধু হত্যার ৮ ঘন্টায় মধ্যে হত্যাকারী গ্রেফতার

      প্রতিনিধি ২৮ জুলাই ২০২৩ , ৭:১২:৪২ প্রিন্ট সংস্করণ

    শিবলী সাদিক খানঃ

    ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশ মধ্য বাড়েরা গৃহবধু হত্যার ৮ ঘন্টার মধ্যে হত্যাকারীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিনুল ইসলাম ফকিরের তত্ত্বাবধানে অফিসার ইনর্চাজ শাহ কামাল আকন্দের তদারকীতে এসআই নিরুপম নাগ, এসআই আনোয়ার হোসেন, এসআই মনির হোসেন, এএসআই সুজন চন্দ্র সাহা, কনস্টেবল জোবায়েদ হোসেন চৌধুরী, কনস্টেবল মিজানুর রহমান ঘটনায় জড়িত আসামীকে গ্রেফতারের জন্য জেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করিয়া ২৮ জুলাই ভোর ০৪.৩০ ঘটিকার সময় মাসকান্দা হতে আসামী মোঃ শাহাদাৎ (২৪)কে ধৃত করে এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে জব্দ করা হয়।

    জানা যায় ২৭ জুলাই দুপুর অনুমান ০৩.১০ ঘটিকার সময় মধ্য বাড়েরা সাকিনস্থ ভিকটিম মৃত রেজিয়া (৩৫), স্বামী হানিফ, সাং-মধ্য বাড়েরা, থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এর বসত বাড়ীতে এসে তাহার ছেলে ইমরান (২৩) ৭,০০০/- (সাত হাজার) টাকা হাওলাত নিয়াছে বলিয়া মোঃ শাহাদাৎ (২৪), পিতা-সুবুদ মিয়া, সাং-মধ্য বাড়েরা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ টাকা ফেরত চাহিলে রেজিয়া কিছুদিন পর টাকা ফেরত দিবে বলে জানায়। কিন্তু মোঃ শাহাদাৎ (২৪) ক্ষিপ্ত হয়ে ভিকটিম রেজিয়া(৩৫) কে প্রথমে কিল-ঘুষি মারিয়া খুন জখমের হুমকী দিয়া চলিয়া যায়। পরবর্তীতে একই তারিখ বিকাল অনুমান

    ০৪.৪৫ ঘটিকার সময় আসামী মোঃ শাহাদাৎ পূনরায় ভিকটিম মৃত রেজিয়া’র বসত বাড়ীতে আসিয়া ভিকটিমকে ধারালো ছুরি দিয়া খুন করার উদ্দেশ্যে পিঠের বাম পাশে ঘাই মারিয়া গুরুতর ছিদ্রযুক্ত রক্তাক্ত জখম করে। ভিকটিমের ডাক চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে আসামী পলিয়ে যায়। আশপাশের লোকজন ভিকটিমকে নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিম মৃত রেজিয়া’র ভাই মো: সুমন বাদী হয়ে এজাহার দায়ের করিলে মামলা রুজু করা হয়। গ্রেপ্তারকৃত আসামী শাহাদাৎকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ