• সাহিত্যে

    ‘ভন্ড হুজুর’ কবি-আতিকুল ইসলাম আসিফ

      প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২২ , ৪:৩৬:১৩ প্রিন্ট সংস্করণ

    কবিতাঃ ভন্ড হুজুর
    কবি-আতিকুল ইসলাম আসিফ

    কি দিন ছিলো রে ভাই, কি দিন এলো,,,,
    মাদ্রাসায় হচ্ছে ছাত্র ধর্ষন, বিবেগ কোথায় গেলো,,,,

    তোরা হইলি নায়েবে রাসুল।
    হাদিসে তাই বলে,,,,
    মাদ্রাসায় করিস ছাত্র ধর্ষন ছলে বলে কৌশলে,,,,

    তোদের নাই লজ্জা শরম নাহি মান-সম্মান,,,,
    নষ্ট করলি সমাজ তোরা আরো দীন ইসলাম,,,,,

    তোরা হইলি ভন্ড হুজুর ভালো হুজুরের মাঝে,,,,
    তোদের জন্য দাম নাই তাদের! বলৎকারী সাজে,,,,

    মসজিদ থেকে টাকা চুরি আরো করিস খুন,,,,
    কোরআনের কথায় তোদের মনে লাগেনি কি একটু গুণ,,,,

    পাগড়ি পরিস জুব্বা পরিস আরো পরিস লুঙ্গি,,,,
    টুপির নিচে বোমা রাখিস সেজে ওই জুঙ্গি,,,,

    মাজারে গেলে পুজারী বলিস মিলাদ বলিস বিদাত,,,,
    পশ্চিমাদের টাকা খেয়ে তোদের পরে যাচ্ছে দাঁত,,,,

    দেখরে একবার চিন্তা করে এভাবে দিন যাবে নারে,,,
    মরার পরে কবরেতে রাসুল ছাড়া উপায় নাইরে,,,

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ