• সাহিত্যে

    জাতীয় কবিতা মঞ্চে নতুন তিনজন গুণী সাহিত্যিক অন্তর্ভুক্ত

      প্রতিনিধি ৭ এপ্রিল ২০২২ , ৮:৩২:৩১ প্রিন্ট সংস্করণ

    মোঃ আবেদ আহমেদ-বিশেষ প্রতিনিধি:

    দুই বাংলার সাহিত্য অঙ্গনে যে কয়েকটি সাহিত্য বিষয়ক সংগঠন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে তার ভিতর জাতীয় কবিতা মঞ্চ অন্যতম, যার প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন দেশ বরেণ্য কবি আল মাহমুদ। জাতীয় কবিতা মঞ্চ সহ শিল্প সংস্কৃতি ও সাহিত্য অঙ্গনের গতিশীলতা বজায় রাখতে বর্তমান কার্যনির্বাহী কমিটির অনুমোদনক্রমে এবং সংগ্রামী সভাপতি মাহমুদুল হাসান নিজামি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৭ এপ্রিল বৃহস্পতিবার কমিটিতে নতুন তিনজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয় বলে জানা যায়, তারা যথাক্রমেঃ- সহ সভাপতি হিসেবে এখন থেকে দ্বায়িত্ব পালন করবেন কবি ও গবেষক মুহাম্মদ শামসুল হক বাবু, যুগ্ম মহাসচিব হিসেবে দ্বায়িত্ব পালন করবেন এডভোকেট আব্দুল্লাহ আল মাহমুদ সবুজ এবং অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করবেন কবি জোবায়েরুল ইসলাম জীবন (অবঃ)। এ সংক্রান্ত বিষয়ে বর্তমান সভাপতি বিশিষ্ট লেখক, গবেষক ও সম্পাদক মাহমুদুল হাসান নিজামি বলেন- আশা করি সবাই তাদের সহযোগিতা করবেন এবং তারা সাহিত্যের আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে দৃষ্টান্ত স্থাপন করবেন। এ সময় নতুন তিনজন সদস্যদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, আমাদের উপর যে গুরু দ্বায়িত্ব অর্পণ করা হয়েছে তার জন্য আমরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ পাশাপাশি অর্পিত দ্বায়িত্ব যেন যথাযথ ভাবে পালন করতে পারি সেজন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া চাচ্ছি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ