• গণমাধ্যম

    সুবর্ণচরে সাংবাদিকদের বৈষম্যর শিকারের প্রতিবাদ জানান-ফেডারেল সাংবাদিক সংস্থা

      প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২২ , ৭:০১:২৯ প্রিন্ট সংস্করণ

    বিজয়ের ৫১ পেরিয়েও বৈষম্যের শিকার সাংবাদিকরা-তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বাংলাদেশে বিজয়ের ৫২ তম চলছে অথচ এখনও বৈষম্যের শিকার সাংবাদিকরা। বিজয়ের এ দিনে সুবর্ণচর উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের অবমূল্যয়ন করায় সুবর্ণচরের সাংবাদিকরা কলম বিরতি ও সুবর্ণচর উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জন করেছেন।

    এটি প্রথম নয় , এর আগে অনেক জাতীয় অনুষ্ঠানগুলো একই অবস্থা এর কোন পরিবর্তন হয়নি । কখনো আসন নেই , কখনো নাস্তা নেই , কখনো সবার জন্য খাবার বরাদ্ধ থাকলেও সাংবাদিকরা তা থেকে বঞ্চিত।

    সুবর্ণচর উপজেলা সাংবাদিকদের অবমূল্যায়ন করায় , মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসন সুবর্ণচর এর আয়োজিত অনুষ্ঠান ও সংবাদ বর্জন করেছে সুবর্ণচরের কর্মরত সকল সাংবাদিক বৃন্দ। প্রশাসনের এমন আচরণে বিস্মিত হলাম ফেডারেল সাংবাদিক সংস্থা (এফএসএফ) এর পক্ষ থেকে তিব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।

    প্রতিবাদন্তে:
    ফেডারেল সাংবাদিক সংস্থা

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ