• আবহাওয়া

    সিত্রাং এ ধানের ব্যাপক ক্ষতি

      প্রতিনিধি ২৫ অক্টোবর ২০২২ , ২:৩৫:১০ প্রিন্ট সংস্করণ

    ঘোড়াঘাট উপজেলা (দিনাজপুর)প্রতিনিধি দৈনিক আলোকিত ৭১ সংবাদ।

    গত ২৪।১০। ২২ ইং তারিখে দিনভর গুরিগুরি বৃষ্টি পরে এবং সারা রাতে বৃষ্টির সাথে সাথে দমকা হাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি সাধিত হয়। কৃষক হতাশ।
    ধানের এখন। সন্ধিক্ষন চলছে এমন সময় আকাশের পানির দরকার ছিলো কিন্তু দমকা হাওয়ায় পাথারের অধিকাংশ ধানের গাছ পরেযায় এতে করে ধানের ফলন কমে যাবে।

    এই ধরনের ক্ষতি দিনাজপুর জেলার ঘোড়াঘট উপজেলার চককাঠাল মৌজা, কালুপুকুর মৌজা এবং ঘুঘুড়া মৌজা সহ পার্শ্ববতি থানা ঘোবিন্দগঞ্জ এলাকারও বহুত ক্ষতিহয়।
    ধানের এহনে ক্ষতি আগামি জনজীবনে সমুহ অভাব অনাটনের কারন হবে বলে অনেকেই মন্তব্য করছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ