• সাহিত্যে

    বিশ্বমানব ধর্ম বিকাশ পরিষদের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা

      প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২২ , ২:৫২:৩৫ প্রিন্ট সংস্করণ

    বিশ্বমানব ধর্ম বিকাশ পরিষদ ভারত সরকার অনুমোদিত রেজিঃ
    MDBP REGN NO. RS/KARIM/258/J/289 ঐক্য শান্তি সংহতি ভ্রাতৃত্ব সমন্বয় বিশ্ব মানবপ্রেম সুদৃঢ় করাই আমাদের লক্ষ এই স্লোগান কে হৃদয়ে ধারণ করে বিশ্বমানব ধর্ম বিকাশ পরিষদ কেন্দ্রীয় কমিটি করিমগঞ্জ আসাম ভারত থেকে অদ্য ২১ ই জানুয়ারি ২২ ইং শুক্রবার, ২০২২ ও ২০২৩ দু বছর মেয়াদে কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষনা করলো সংগঠনটি

    কার্যনির্বাহী সঞ্চালক, আব্দুস শুকুর আলী মল্লিক পশ্চিমবঙ্গ,
    প্রতিষ্ঠাতা ও সভাপতি :- বিরহী নীহার রঞ্জন দেবনাথ, কার্যকরী সভাপতি রেহানা চৌধুরী বাংলাদেশ, সাধারণ সম্পাদক জ্যোৎস্না পাল শিলচর,সাধারণ সম্পাদক জাকির হুসাইন বদরপুর, সাধারণ সম্পাদক অজিত গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গ, সাধারণ সম্পাদক সোমা দাস ত্রিপুরা, সাধারণ সম্পাদক লক্ষ্মী দেবনাথ করিমগঞ্জ,উপ সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম বাংলাদেশ, উপ সভাপতি আক্তার উজ্জামান দর্গাপুরী বাংলাদেশ, উপ সভাপতি শেখ রেজাউল করিম বাংলাদেশ,
    উপ সভাপতি প্রগতি চাকমা ত্রিপুরা,উপ সভাপতি হিলারী হিটলার আভি বাংলাদেশ, যুগ্ম সাধারণ সম্পাদক নীলিমা দাশগুপ্তা ত্রিপুরা, যুগ্ম সাধারণ সম্পাদক দিলওয়ারা বেগম করিমগঞ্জ, যুগ্ম সাধারণ সম্পাদক বাহার দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক শিখা পাল কলকাতা, যুগ্ম সাধারণ সম্পাদক গোবিন্দ কর্মকার পশ্চিমবঙ্গ, সাংস্কৃতিক সম্পাদক মহুয়া দেবনাথ করিমগঞ্জ,যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক অনিমা বসুমাতারি গুয়াহাটি, সাহিত্য সম্পাদক লক্ষী পাঠক বরপেটা, জান্নাতুল বাকি বাংলাদেশ, যুগ্ম সাহিত্য সম্পাদক কৃপা মোহন চাকমা ত্রিপুরা, নাজরিন আখতার বাংলাদেশ, তথ্য ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আবেদ আহমেদ বাংলাদেশ, মুখপাত্র গৌরেশ দাশ, মুখ্য উপদেষ্টা শাহী সবুর বাংলাদেশ, মুখ্য উপদেষ্টা ফারজানা চৌধুরী পাপড়ি আমেরিকা, উপদেষ্টা শেখ শাহ জামাল আহমেদ বাংলাদেশ, উপদেষ্টা চৈতালি দাস মজুমদার কলকাতা,ক্রীড়া সম্পাদক কান্তি দে,কোষাধ্যক্ষ পৌষালী দেবনাথ, মুখ্য পরিচালক মানিক দেবনাথ, মুখ্য পরিচালক বিষ্ণুপদ দাস,কার্যালয় সম্পাদক অজিত সিংহ, আন্তর্জাতিক সমন্বয় রক্ষক সুমন রঞ্জন সেন , মহানন্দ সরকার দত্ত,শিপ্রা দেবনাথ,সুপর্ণা রায়।প্রতিষ্ঠাতা ও সভাপতি নীহার রঞ্জন দেবনাথ নতুন কমিটির সকল সদস্যের উদ্দেশ্যে বলেন বিগত দিনের মতো আমরা এক সাথে কাজ করবো মানুষ ও মানবতার জন্য।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ