• রাজশাহী বিভাগ

    তানোরে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

      প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২১ , ৪:০২:৩২ প্রিন্ট সংস্করণ

    মমিনুল ইসলাম মুন বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    রাজশাহীর তানোরে চলতি মৌসুমে
    অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ অভিযান -২০২১-২২ উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, ১৮ নভেম্বর বৃহস্প্রতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে কামারগাঁ সরকারী খাদ্য গুদাম চত্ত্বরে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক (টিসিএফ) মোহাম্মদ আলী, তানোর সরকারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) ওয়াহেদুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রাম কমল সাহা, কামারগাঁ ইউপি আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত চেয়ারম্যান ফজলে রাব্বী ফরহাদ, সম্পাদক সুফি কামাল মিন্টু, তোফায়েল আহম্মদ ও শিমুল প্রমুখ।
    সংশ্লিস্ট সুত্রে জানা গেছে, তানোর ও কামারগাঁ সরকারী খাদ্য গুদামে চলতি মৌসুমে সরাসরি কৃষকের কাছে থেকে ধান প্রতি কেজি ২৭ টাকা দরে ১২১৪ মেট্রিক টন এবং চাল প্রতি কেজি ৪০ টাকা দরে ৩২৭ মেট্রিক টন ক্রয় করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ