• Uncategorized

    গোদাগাড়ীতে বালুমহাল ইজারাদারকে পাঁচ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড

      প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২১ , ৪:০৮:১৪ প্রিন্ট সংস্করণ

    গোদাগাড়ীতে বালুমহাল ইজারাদারকে পাঁচ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড

     

    রাজশাহীর গোদাগাড়ীতে বালুমহাল ইজারাদরকে ভ্রাম্যমাণ আদালত পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন। একই সঙ্গে বালুমহালের ব্যবস্থাপককে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

    ইজারাবহির্ভুত এলাকা থেকে বালু উত্তোলন এবং পাড় থেকে মাটি কাটার দায়ে এই জেল-জরিমানা করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জানে আলম বুধবার সন্ধ্যায় গোদাগাড়ীর সেখেরপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এই বালুমহালটি ইজারা নিয়েছে সানজিদা এন্টার প্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। এর প্রোপাইটরের নাম মনোয়ার হোসেন ডিপলু।

    ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জানে আলম জানান, নির্ধারিত এলাকার বাইরে থেকে বালু কেটে বিক্রি করছিল সানজিদা এন্টার প্রাইজ। তাছাড়া নদীপাড়ের মাটি কাটার কোন অনুমতি তাদের নেই। কিন্তু তারা মাটি কেটে বিক্রি করছিল। এ কারণে বালুমহালটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

    এ সময় অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি জরিমানার টাকা পরিশোধ করেছে। এছাড়া সে সময় মাইনুুদ্দিন নামে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। তিনি ওই বালুমহালের ব্যবস্থাপক। তাকে কারাগারে পাঠানো হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ