• সাহিত্যে

    ‘আকাঙ্ক্ষায় স্বাধীনতা’ লেখায়-গাউসুল আজম।

      প্রতিনিধি ১৮ জুন ২০২২ , ১১:৪৮:৪৯ প্রিন্ট সংস্করণ

    আকাঙ্ক্ষায় স্বাধীনতা
    লেখায়-গাউসুল আজম

    কেন এ বদ্ধ ঘরে রেখেছো বেঁধে
    ভেবেছো কি উন্মাদ?
    আমি কল্পনার চোখে আকাশ দেখি
    ফুটো করে এই ছাদ।
    আমায় বাদে এ পৃথীবির
    সব কিছু দ্রুতগামী।
    প্লিজ যেত দাও,
    আজি এ গ্রীষ্মে ঝড়ের সাথে
    গা ভাসাবো আমি।

    কেন সকল ভীতি আমার চোখে
    কেন আমি নিরুপায়?
    রাস্তায় থেকে এক বেলা খেয়ে
    আমিও হাসতে চাই।
    এ শিশুর কান্না ঘুচাও
    ওহে্ অন্তযামী।
    প্লিজ যেতে দেও,
    আজই এ বরষায় জানালা দিয়ে
    বৃষ্টি ছোঁব আমি।

    কেন ঢেকে রেখেছো মাইক্রোবাসের
    ভয়ংকর কালো গ্লাসে?
    কেন বসে রেখেছো গনিতের মত
    বোরিং একটি ক্লাসে?
    দূর কর সকল শিশুর শৃঙ্খলতা
    ওগো বিশ্বস্বামী।
    প্লিজ যেতে দেও,
    আজি এ শরৎতে কাশফুল তুলে
    মুঠো ভরাবো আমি।

    কেন দুঃস্বপ্নে বিষম্ন করো
    সুন্দর এই রাত?
    কেন বাড়াও না আমার দিকে
    সাহায্যের কোন হাত?
    যে হাত আমার কাছে হবে
    অদ্ভুত ভাবে দামি।
    প্লিজ যেতে দাও,
    আজি এ হেমন্তে নীল ঘুড়ি হাতে
    দৌড়ে বেড়াবো আমি।

    কেন জীবন্ত জলজ মাছ গুলো থাকে
    কাচের বয়ামে?
    কেন প্রকৃতি বন্দি করে রেখেছো
    দেয়ালের পেইন্টিং এ?
    একবার বাবা দাও না যেতে
    চাইলেই পারো তুমি
    প্লিজ যেতে দেও
    আজি এ শীতে চাদর গায়ে
    জোৎসনা দেখবো আমি।

    কেন সুট বুট টাই এত কিছু পরে
    স্কুলে যেতে হয়
    ?
    যরা সেন্ডেল পায়ে স্কুলে যায়
    তারা কি মানুষ নয়
    ?
    সব কিছু ফেলে ছুটে যেতে চাই
    ডাকছে জন্মভূমি
    প্লিজ যেতে দেও
    আজি এ বসন্তে বনে জঙ্গলে
    কোকিল খুজবো আমি।

    হাতুরির আঘাতে চূর্ণ করো গোলফ্রেম চশমাটা
    নীল আকাশে রাখবো আমি আমার খোলা চোখ
    হে বিশ্বের সকল শৃঙ্খলাবদ্ধ শিশুরা
    এসো এক সাথে পুড়ে ফেলি সকল পাঠ্যপুস্তক!!!!

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ