• সাহিত্যে

    “বেদনার রং নীল” কলমে-কানিজ তানজিমা ববি

      প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২১ , ৭:৫০:৩৫ প্রিন্ট সংস্করণ

    বেদনার রং নীল
    কলমে-কানিজ তানজিমা ববি

    বেদনার নীল রঙ্গে রাঙিয়ে আমায়
    খুব কি আছো সুখে জানতে বড় সাধ হয়।
    যেদিন চলে যাব এই ধরণী ছেড়ে
    আমায় ভেবে সেদিন কি অশ্রু ঝরাবে?

    ঐ দূর আকাশে তারা হয়ে জ্বলব ‌যখন
    চিনবে কি বলো তুমি আমায় তখন?

    আরে ধ্যাৎ,কি সব ভাবছি যা তা
    প্রেম ছিলো নাকি মনে তার!
    যা ছিলো সেতো সবই মিছে অভিনয়!
    বুঝলাম,সব মিলিয়ে ভালোই আছো তুমি

    আমি মিছেই কষ্ট পাচ্ছি ভেবে তোমায়!
    তবুও যে মনে পড়ে বারবার
    তোমার সাথে কাটানো সময় সেদিন টার!

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ