• কৃষি

    বদলগাছীতে মৎস্য অভয়াশ্রম মতবিনিময় সভা।

      প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি ২০২২ , ১:৪৭:০২ প্রিন্ট সংস্করণ

    এনামুল কবীর এনাম-জেলা প্রতিনিধি:

    নওগাঁ জানা গেছে নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় “মৎস্য অভয়াশ্রম রক্ষা করি, দেশী মাছের উৎপাদন বৃদ্ধি করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে মৎস্যজীবী ও সুফলভোগীদের জলাশয় ব্যবস্থাপনা, মৎস্য অভয়াশ্রম রক্ষা, আইন প্রতিপালন বিষয়ক সচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলা মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা ডাকবাংলো সংলগ্ন ছোট যমুনা নদীর তীরে এ সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ-উল- হক এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, আধাইপুর ইউপি চেয়ারম্যান রেজাউল কবির পল্টন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম বাবলু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনুু সাব্বির আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম মÐল প্রমুখ।

    এ সময় মৎস্যজীবী, মৎস্যচাষীসহ অভয়াশ্রমের আশপাশের এলাকার প্রায় দুই শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ