• Uncategorized

    জৈবিক উপায়ে মশক নিধনে মসিকের উদ্যোগে আরও ২ হাজার ব্যাঙ অবমুক্ত।

      প্রতিনিধি ৬ মে ২০২১ , ২:১৩:০৭ প্রিন্ট সংস্করণ

     

    গোলাম কিবরিয়া পলাশ ময়মনসিংহ।

    ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় জৈবিকভাবে মশক নিয়ন্ত্রণের চলমান কার্যক্রমের অংশ হিসেবে আজ ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের বিভিন্ন ড্রেন ও জলাশয়ে ২ হাজার ব্যাঙ অবমুক্ত করা হয়।

    ১০নং ওয়ার্ডের মাকরজানি খালে ব্যাঙ অবমুক্তের সময় উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তাজুল আলম তাজুল এবং ১০,১১ও১২ সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর রুকসানা শীরীন। ১১ও ১২নং ওয়ার্ডের মাকরজানি খালে এই কার্যক্রম চলাকালীন ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফরহাদ আলম উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাঙ অবমুক্ত কার্যক্রমের এ কার্যক্রমের সমন্বয়কারী ময়মনসিংহ সিটি কর্পোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার এ সময় উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে জৈবিক উপায়ে মশক নিধনে ইতোপূর্বে প্রায় ১০ হাজার ব্যাঙ অবমুক্ত করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ