• Uncategorized

    গাজীপুরে কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ নেতা কামরুল আহসান সরকার রাসেল

      প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২১ , ২:০৭:৫৬ প্রিন্ট সংস্করণ

    জাহিদ হাসান ভূঁইয়া-বিশেষ প্রতিবেদক :

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে কৃষকের ধান কেটে দিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল।
    আজ শনিবার (২৪ এপ্রিল) গাজীপুর সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের মীরেরগাঁও এলাকায় করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ কৃষক আ. রহিমের ২ বিঘা জমির ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দেন যুবলীগের এ নেতা। এ কাজে তার সঙ্গে যুবলীগের ৩০ জন নেতা-কর্মী অংশ নেন।
    ধান কাটায় অংশ নেন- আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি, যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, মনিরুজ্জামান মনির, পাভেল সরকার, সাখাওয়াত হোসেন, হানিফ তালুকদার, হারুনুর রশিদ, মো. মোবারক হোসেন প্রমুখ।
    কৃষক আ. রহিম এ প্রতিবেদককে বলেন, করোনা মহামারিতে এমনিতে আমি ক্ষতিগ্রস্থ, হাতে টাকা নেই, অন্যদিকে শ্রমিকও সংকট। এমন মূহুর্তে আমার ২ বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মো. কামরুল আহসান সরকার রাসেল ও তাঁর নেতা-কর্মীরা। যুবলীগের এ নেতা নিজে এসে আমার এ উপকার করবেন এটা কখনো ভাবিনি। আমার খুব আনন্দ লাগছে।
    গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল বলেন, দেশে করোনা মহামারির মধ্যে সর্বত্র লকডাউন চলছে। এসময় কৃষকের দুর্দশার কথা ভেবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের সকল নেতাকর্মীকে কৃষকের ধান কেটে দেয়ার আহ্বান জানিয়েছেন। নেত্রীর আহ্বানে বাংলাদেশ যুবলীগে মাননীয় চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ভাই আলহাজ্ব মাইনুল হোসেন নিখিল ভাইয়ের নির্দেশে ক্ষতিগ্রস্থ কৃষক রহিমের ২ বিঘা জমির ধান কেটে দিয়েছি। ধান কাটা কার্যক্রম অব্যাহত থাকবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ