• অর্থনীতি

    পায়রা বন্দরে প্রথম ভিড়লো এলপিজিবাহী জাহাজ

      প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৩ , ১১:৩৪:১১ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালীর পায়রা বন্দরে প্রথম বারের মতো ভিড়েছে এলপিজিবাহী (তরল গ্যাস) মাদার ভেসেল। তিন হাজার তিনশ মেট্রিকটন তরল গ্যাসবাহী এই জাহাজটির নাম এমভি বসুন্ধরা এলপিজি চাতকী। ১৩.১২.২৩ইং তারিখ রোজ বুধবার থেকে বন্দরের ইনার এ্যাংকোরেজে বসে এই জাহাজটির গ্যাস খালাস কার্যক্রম শুরু হয়।

    বর্তমানে জাহাজটি থেকে লাইটারেজের মাধ্যমে গ্যাস ঢাকায় পাঠানো হচ্ছে। বসুন্ধরা গ্রুপের এই জাহাজটি গত সোমবার বন্দরের ইনারে এসে পৌছায়। পায়রা বন্দর থেকে ঢাকা পর্যন্ত নৌপথের গভীরতা ৫.৬ মিটার থাকায় ও স্বল্প সময়ে পন্য পৌছানোর কারনে এই জাহাজটি পায়রা বন্দর থেকে খালাস কার্যক্রম শুরু করে এমনটাই জানান তারা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ