• বরিশাল বিভাগ

    পটুয়াখালীতে চাঞ্চল্যকর হত্যা মামলায় আসামী র‌্যাব-৮, কর্তৃক গ্রেফতার-১

      প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২৩ , ৯:৪৩:০৫ প্রিন্ট সংস্করণ

    পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালীতে র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল গত ৫ সেপ্টেম্বর ২৩ইং তারিখ পটুয়াখালী জেলার বাউফল থানা এলাকায় অভিযান পরিচালনা করে একজন চাঞ্চল্যকর হত্যা মামলার আসামীকে র‍্যাব-৮ গ্রেফতার করেছে।

    উক্ত অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৪০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায যে, পটুয়াখালী জেলার বাউফল থানাধীন কমলাপুর ত্রিমুখী বাজারস্থ জনৈক হাজি শহীদ মৃধার মেসার্স সওদা এন্টারপ্রাইজ দোকানের সামনে ০১(এক) জন হত্যা মামলায় এজাহারভুক্ত পলাতক আসামী অবস্থান করছে বলে জানা যায় এসময় প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল হক এর নেতৃত্বে আনুমানিক ১৪.৪০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক ঐ ব্যাক্তিকে গ্রেফতার করা হয়।

    এসময় গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার নাম- মোঃ ছোবাহান মৃধা (৫৫), পিতা-মৃত জনাব আলী মৃধা, সাং-দক্ষিণ মাধবপুর, ৪নং ওয়ার্ড, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী বলে জানায়। গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, পটুয়াখালী জেলার বাউফল থানার মামলা নং-০৩, তারিখ-০৩/০৯/২৩ ইং ,ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/ ৩০২/ ৩৪/৫০৬ পেনাল কোড এর অন্যতম পলাতক আসামী।

    এসময় র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পটুয়াখালী জেলার বাউফল থানায় হস্তান্তর করা হয়।এব্যপারে পটুয়াখালী র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো, নাজমুল হক দৈনিক বরিশাল সমাচারকে জানায়, প্রতিদিনের ন্যায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ