• বরিশাল বিভাগ

    দশমিনায় ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

      প্রতিনিধি ১৫ আগস্ট ২০২৩ , ১০:৩২:৩৮ প্রিন্ট সংস্করণ

    মু,হেলাল আহম্মেদ রিপন-পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

    পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, মহোদয়ের দিক নির্দেশনায় মোঃ আনোয়ার হোসেন তালুকদার, অফিসার ইনচার্জ, দশমিনা থানা, পটুয়াখালী এর নেতৃত্বে অদ্য ১৫-০৮-২০২৩ তারিখ দশমিনা থানা এলাকায় টহল ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই(নিঃ)/আবীর গোলদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে সোর্সের গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, দশমিনা থানাধীন গার্লস স্কুল রোড সংলগ্ন জনৈক ব্যক্তি তাহার বসত ঘরের পাশে বসে অবৈধ ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করিতেছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে সত্যতা যাচাইয়ের জন্য অফিসার ইনচার্জ দশমিনা থানা এর নেতৃত্বে এসআই/আবীর গোলদারসহ একটি চৌকশ আভিযানিক দল পুলিশ সুপার পটুয়াখালী মহোদয়কে অবহিত করে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

    এবিষয় ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে জনৈক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাহার বসত ঘর হইতে পুলিশ তাকে আটক করলে তাহার দখল হইতে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ধৃত ব্যক্তিকে নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদে তাহার নাম মোঃ অলিউল ইসলাম(৪৮), পিতা-মৃত বাছেদ হাওলাদার, সাং-দশমিনা, ০১নং ওয়ার্ড, থানা-দশমিনা, জেলা-পটুয়াখালী বলে জানান। এছাড়াও সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার নামে ইতোপূর্বেও মাদক মামলা রয়েছে বলে জানা যায়। গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দশমিনা থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান। এব্যপারে পটুয়াখালী সদর সার্কেল জানান, সারাদেশে মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে।জিরো টলারেন্সে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ