• সাহিত্যে

    “তোর সাথে” কলমে-কানিজ তানজিমা ববি

      প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২২ , ৪:৩৪:১৬ প্রিন্ট সংস্করণ

    “তোর সাথে”
    কলমে-কানিজ তানজিমা ববি

    কোনো এক মাঘের দুপুরে,,
    সূয্যিমামার আলতো আদোরে,
    বসে আছি কেশ শুকানোর আসে!
    খৈলানের আম গাছটার ফাঁকে।

    গুণগুণিয়ে গাইছি গান…

    আমার চুল শুকায়না!
    কিছুই ভালো লাগেনা,
    একাএকা কিযে করি…!
    চুল শুকাও তাড়াতাড়ি
    বাঁধবো তোমায় খোঁপা করি।।

    পিছন থেকে শুটকি এসে
    জড়িয়ে তার বুকের মাঝে।
    আপু,কি দারুণ গাইছো গান!
    তুমি তো পুরাই গিতীকার,সুরোকার!!!

    আমিতো খুশির লজ্জায় লাল
    বললাম হেঁসে,”তুই তো আমার জানের জান,
    বলবিই তো তোর আপুই মহান!”

    শুটকি বড়ই আদরের ডাক
    বোনটি মহা সুখে থাক।
    ভালোবাসি আজো তোরে
    বাসতাম যেভাবে ছোটকালে।

    এমন হাজারো স্মৃতি আছে
    শুটকি শুধুই তোর সাথে।
    প্রিয় ছিলাম,প্রিয় আছি
    প্রিয় হয়েই থাকবো আমি তোর
    আজীবনের তরে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ