• সাহিত্যে

    ‘প্রতিদিনই মা দিবস’ লেখক-শিহাব আহম্মেদ

      প্রতিনিধি ১০ মে ২০২২ , ৩:৪০:২৬ প্রিন্ট সংস্করণ

    প্রতিদিনই মা দিবস
    লেখক-শিহাব আহম্মেদ

    নাগো আমার কাছে প্রতিদিনই মা দিবস
    মাগো প্রার্থনায় বসে স্রষ্টায় গাই যে সিফত।
    রাব্বির হামহুমা কামা রব্বা ইয়ানী সগীরা,
    জীবিত মৃত সর্বদা তুমি কইলজার নজীরা।

    এই পৃথিবীতে মায়ের মতো নাই দেখি যাহা
    এতো আদর সোহাগ আসলে কোথায় আহা!
    মা কথাতেই হৃদয়ের এতো সুখ কোথাও নাই
    এর দ্বিতীয়টি এই ধরাতে খুঁজে পাবেনা ভাই।

    যত দুঃখ কষ্ট ভুলে যাই দেখিলে মায়ের মুখ
    এই যেনো স্বর্গ সুধায় প্রস্ফুটিত অন্তরের সুখ।
    স্বার্থের দুনিয়াতে স্বার্থ ফুরালে যে সবাই ভাগে,
    কিন্তু স্বার্থহীন মানুষ মা সন্তানকে সদাই কাঁদে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ