• সাহিত্যে

    “জীবন” কলমে: প্রণব মন্ডল

      প্রতিনিধি ২৬ মার্চ ২০২২ , ১২:১৮:২৮ প্রিন্ট সংস্করণ

    “জীবন” কলমে: প্রণব মন্ডল

    কবিতা: “জীবন
    কলমে: প্রণব মন্ডল

    জীবন কি অদ্ভুত জিনিস না শূন্য খাতায় কখনো পূর্ণতা নাই ,
    কখনো আলো দিয়ে যায়, কখনো বা,গহীন আঁধারে হারায় ।
    সবদিক থেকে কেউ হয় নাতো সুখী তবুও নিয়তি মানে না বাঁধ বিরোধী কখনো বা জীবন থেমে যায় অচেনায়;
    তবুও মানুষ চলে অবিরত সময় ধরে ঘড়ির কাঁটা ধরে আশা বেঁধে বুকে।
    কেউবা চলছে আগামীর প্রহর গুনে ,হয়তো থামছে কেউ বর্তমানের ভীড়ে ।
    তবুও কি থেমে থাকে কারো জীবন প্রকৃতির আলোয় জ্বলছে সকলের জীবন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ